গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪ পিএম
গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মহানগরীর বাসন হক মার্কেট এলাকায় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ ও ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
ঘটনার পর গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের পদত্যাগ চেয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র ঐক্য, ছাত্রদলসহ বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে।
আহতরা হলেনÑ মো. আল-আমিন, মো. ফয়সাল হোসেন, আব্দুল করিম, আক্তার হোসেন ও বুলবুল আহাম্মেদ। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপি, যুবদল নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের বাসন হক মার্কেট এলাকার পোশাক তৈরি কারখানা ম্যালন ফ্যাশন লিমিটেডে পূর্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুট ব্যবসা করত। আওয়ামী সরকার পতনের পর এলাকার বাসন, ভোগাড়, কড্ডা, ইসলামপুরের পোশাক তৈরি কারখানা, ময়লা বাণিজ্য থেকে শুরু করে সব ব্যবসা বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ দখল করে। তার সঙ্গে টেক্কা দিয়ে বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল ইসলাম স্থানীয় ছাত্রদল ও যুবদলসহ কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বাসন হক মার্কেট এলাকার ম্যালন ফ্যাশন কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। গতকাল সকালে নাজমুল তার লোকজন নিয়ে ওই কারখানা থেকে গার্মেন্টস ঝুট বের করতে গেলে বিএনপি নেতা তানভীর সিরাজ শতাধিক লোকজন নিয়ে তাদের প্রতিহত করে। এ সময়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ওই ঘটনার পর দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের পদত্যাগ চেয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র ঐক্য, ছাত্রদলসহ বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ করে।
এ সময় ছাত্র ঐক্য আন্দোলনের নেতা নাইম জমাদার বলেন, তানভীর সিরাজ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের আশ্রয় দিচ্ছেন। তানভীরকে আন্দোলনের সময় দেখা যায়নি, এখন এলাকায় চাঁদাবাজি করে চলছে।
বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি নাজমুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের ঝুটমাল দিবেন বলে কথা বলছেন। এর মধ্যে হঠাৎ তানভীর সিরাজ দুই থেকে আড়াইশ লোক নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। তারা আমাদের ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে।
এ ব্যাপারে তানভীর সিরাজের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, কারখানায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে জননিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।