× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫০ পিএম

সড়ক দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪ জন। ঝালকাঠি, গোপালগঞ্জ, জয়পুরহাট ও চট্টগ্রামে গত বুধবার ও বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। দুদিনের রাত থেকে বিকাল পর্যন্ত দুর্ঘটনায় সড়কে ৪ প্রাণ ঝরে গেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ 

ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে ঘনকুয়াশায় ট্রাকচাপায় সেনাবাহিনীর এক পরিচ্ছন্নতা কর্মী নিহত ও অপর দুজন আহত হয়েছেন। গত বুধবার রাত ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি দপদপিয়া ইউনিয়ন কলেজের সম্মুখের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাকী মোল্লা সেনাবাহিনীর পরিচ্ছন্নতা কর্মী। তিনি লেবুখালী সেনানিবাসে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত অপর দুজন হলেন সেনাবাহিনীর পরিচ্ছন্নতা কর্মী আরিফুল ইসলাম ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক বাবু হাওলাদার। চালক বাবু হাওলাদার লেবুখালী এলাকার সালাম হাওলাদারের ছেলে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঘনকুয়াশায় বাস, ট্রাক ও কার্গোসহ ৫টি যানবাহনের সংঘর্ষে কার্গো চালক নিহত হয়েছেন এবং কমপক্ষে আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার ফলে মহাসড়কের ওপর কবলিত বাসগুলো পড়ে থাকায় প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় আলী রাজ (২২) নামে স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্গোভ্যান চালকের মৃত্যু হয়। নিহত আলী রাজ কুষ্টিয়া জেলার টগরা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তবে কার্গোভ্যান চালক হিসেবে বর্তমানে ঢাকার দক্ষিণ সিটি সূত্রাপুরের গেণ্ডারিয়া এলাকায় বসবাস করতেন।

জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সড়কে সিটকে পড়ে বাসের চাপায় ভ্যানের এক আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৌনে ৯টার দিকে আক্কেলপুর পৌরশহরের রূপনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন আসলাম সরদার (৫৫)। তিনি আক্কেলপুর পৌরশহরের শান্তা মহল্লার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে বালুবোঝাই ট্রলি গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে তানিয়া আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সেয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুরুং ফিরনি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। আহতরা হলেনÑ নিহতের মা ফাতেমা বেগম, বোন সেলিনা ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহমদ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও বড় বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা