ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪০ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৮ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। চবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে একসঙ্গে পাঁচ বন্ধু মদপান করার পর মৃত্যু হয়েছে তিন জনের।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বিষয়টি
নিশ্চিত করেছেন।
মদ্যপানে মৃতরা হলেন- উপজেলার চরআলগী ইউনিয়নের টুমপাড়া মুদিপাড়া
গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল, একই গ্রামের রাশেদের ছেলে সুমন ও ব্রাহ্মণবাড়িয়ার
নিজাম উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে আব্দুল জলিল,
তার বন্ধু মাসুদ ও নিজাম উদ্দিনকে নিয়ে এক বোতল মেয়াদোত্তীর্ণ মদ নিয়ে বাড়িতে আসেন।
পরে মধ্যরাতে পাঁচ বন্ধু মিলে ওই মদ (হুইস্কি) খেয়ে সবাই অজ্ঞান হয়ে পড়েন।
বুধবার সারাদিন এ অবস্থায় থাকলেও হাসপাতালে নেয়নি তাদের পরিবার। পরে
বৃহস্পতিবার তাদের অবস্থার অবনতি হলে স্বজনরা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া উন্নত
চিকিৎসার জন্য জলিল ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে
সেখানে তাদের মৃত্যু হয়।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার মোফাজ্জল
হোসেন বলেন, ‘বমি করছে বলে সুমন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে
আসেন স্বজনরা। একই সাথে সজিব নামে আরও একজনকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়। সজিব
এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গুরুতর অবস্থায় আব্দুল জলিল ও নিজাম উদ্দিনকে
হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর
করা হয়।’
ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে
নিজাম উদ্দিন, জলিল, সুমন ও সজিব মিলে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদিপাড়া গ্রামে
মাদকের আসর বসায়। সেখানে ব্রাহ্মণবাড়িয়া সদরের নিজাম উদ্দিন মদ সরবরাহ করে। মদ পান করে সবাই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।’