× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোড়াঘাটে শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৮ পিএম

ভুক্তভোগী উৎপল কুমার সরকারের বাড়ি পরিদর্শন করে ঘোড়াঘাট থানা পুলিশ। প্রবা ফটো

ভুক্তভোগী উৎপল কুমার সরকারের বাড়ি পরিদর্শন করে ঘোড়াঘাট থানা পুলিশ। প্রবা ফটো

দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক উৎপল কুমার সরকারের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কশিগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

শিক্ষক উৎপল কুমার সরকার জানান, রাত সাড়ে ৩টার দিকে আমার মেয়ে উপমা সরকারের ঘর থেকে ডাক চিৎকার শুনে আমি ঘর থেকে বের হই। দেখতে পাই মেয়ের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। দরজা খুলে ঘটনার বিষয়ে মেয়েকে জিজ্ঞেস করলে সে জানায়, মুখোশ পরে ৫ জন ডাকাত ঘরে প্রবেশ করে। তারা উপমাকে জানায়, ‘তোমার বাবা-মাকে চেতনানাশক প্রয়োগ করা হয়েছে। চিৎকার চেচামেচি করলে তোমাকেসহ তোমার বাবা-মাকে মেরে ফেলা হবে।’

তিনি জানান, ডাকাত সদস্যরা প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৫৬ হাজার টাকা, ২টি মোবাইল, ১টি ল্যাপটপ ও স্মার্ট টিভি নিয়ে আমার মেয়েকে বেঁধে রেখে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে চলে যায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পুরোপুরি তদন্ত শেষে ঘটনার বিষয় জানা যাবে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মুঠোফোনে জানান, ভুক্তভোগী শিক্ষককের মৌখিক অভিযোগ সাপেক্ষে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা