নিজস্ব সংবাদদাতা, বরিশাল
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৪ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৬ এএম
বুলডোজার দিয়ে সাদিক-আমুর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো। প্রবা ফটো
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বরিশালের কালীবাড়ী রোডে অবস্থিত সাদিক আবদুল্লাহর বাসভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বুলডোজার দিয়ে ভবনটি ভাঙার চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধদের সাময়িক সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর রাত দেড়টার দিকে আবারও বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভবনটিতে ভাঙচুর ও বুলডোজার দিয়ে একাধিকবার আঘাত করলে ভবনের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর পরই বগুড়া রোডে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে বাড়ির মালপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয় বাড়ির সামনে।
ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলেন, বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে।
নাঈম নামে এক শিক্ষার্থী বলেন, ‘বরিশালের কালীবাড়ীর এ ভবনটি টর্চারসেল হিসেবে ব্যবহার করতেন সাদিক আবদুল্লাহ। ভবনটি ফ্যাসিবাদের আস্তানা। আমুর ভবনটিও ছিল ফ্যাসিবাদের আস্তানা। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আস্তানা রাখতে চাই না। বুলডোজার নিয়ে এসেছি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।’