সিলেট অফিস
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৫ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩০ এএম
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রবা ফটো
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার দিয়ে ম্যুরালটি ভেঙে ফেলেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা বুলডোজার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। প্রধান ফটক বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে পরেননি। পরে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন।
শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন। এ সময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের আস্তানা, গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এরকম স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে তাওহিদী জনতার ব্যানারে ম্যুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। গত ৩০ জানুয়ারি রাতে মুর্যালটি একদফা ভাঙচুর করা হয়। বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ম্যুরালটি গুঁড়িয়ে দেন।