সিলেট অফিস
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৭ পিএম
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অসহযোগিতায় ১০ দিনব্যাপী একুশে বইমেলা স্থগিত করেছে প্রকাশক পরিষদ। সিসিক প্রকাশক পরিষদকে বইমেলার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর বরাদ্দ দিয়েও বাতিল করে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রকাশক পরিষদ। আজ থেকে ১০ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়েছিল। সিসিক বলছে, পাবলিক প্লেসে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আয়োজনে অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কা থাকে।
প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান বইমেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিক বইমেলার বরাদ্দ দিয়ে অদৃশ্য কারণে আবার বাতিল করেছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেও আমরা সিসিকের অসহযোগিতার কারণে মেলা স্থগিত করতে বাধ্য হয়েছি।
‘অসহযোগিতা’ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল বিকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, বইমেলা বাতিল করা হয়নি। আয়োজকদের বলা হয়েছিল পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। তারা সেটি দিতে পারেননি। পাবলিক প্লেসে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কা থাকে।
প্রকাশক পরিষদ থেকে বলা হয়, অতীতে কোনো মেলায় এ রকম পুলিশ ক্লিয়ারেন্স চাওয়া হয়নি। এমনকি একই স্থানে আরও দুটি বইমেলাও সিসিক ক্লিয়ারেন্স চায়নি। এটি ছিল বইমেলার বরাদ্দ বাতিলের একটি কৌশল। শেষ মুহূর্তে মেলা স্থগিতের কারণে প্রকাশকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে তারা অভিযোগ করেন। বরাদ্দ বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতিকর্মীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।