খুলনা অফিস
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৫ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৪ পিএম
খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শেখ বাড়ি। প্রবা ফটো
খুলনার ময়লাপোতায় শেখ বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। মুহুর্মুহু স্লোগানে দুটো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় পুরো দালানের অবকাঠামো।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল, শেখ জুয়েলসহ অন্যরা থাকত।
বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনা, শেখ সোহেল, জুয়েলসহ অন্যদের দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ সময় উত্তেজিত ছাত্র-জনতাকে ‘খুনি আসলে লাইভে, জনতা যাবে শেখ বাড়িতে’, ‘দিল্লি না খুলনা, খুলনা খুলনা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এ উত্তপ্ত পরিস্থিতি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় ফেসবুক, হোয়াটসআপ ও টেলিগ্রামের ঘোষণা অনুযায়ী রাত ৮টা ৪০ মিনিটে কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে ছাত্র-জনতা। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার পর ওই বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় তারা।