× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে গুলি, অস্ত্রসহ যুবক আটক

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৯ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৮ পিএম

বাঁ থেকে- আটক ফরহাদ এবং চিহ্নিত সন্ত্রাসী রবিন। ছবি: সংগৃহীত

বাঁ থেকে- আটক ফরহাদ এবং চিহ্নিত সন্ত্রাসী রবিন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুসের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অস্ত্রসহ ফরহাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফরহাদ উপজেলার উত্তর হাজীপুর গ্রামের মনির হোসেন কালুর ছেলে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর বড় বাড়ির সামনে এ ঘটনা ঘটে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত রবিনের নেতৃত্বে দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এই হামলায় অংশ নেয়। হামলার সময় ইউনুসের সঙ্গে সন্ত্রাসীদের ধস্তাধস্তি হয়, এতে গুলি লক্ষভ্রষ্ট হয়ে ছিটকে পড়ে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফরহাদকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশিয় তৈরি একটি এলজি ওয়ান অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি আবুল বাশার জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ডাকাত রবিনের সহযোগী ফরহাদকে অস্ত্রসহ আটক করা হয়। ডাকাত রবিনকেও আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা