× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিহত ও আহতদের পরিবারকে সহযোগিতায় অধিদপ্তর হবে : ফরিদা আখতার

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩০ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৫ পিএম

নিহত ও আহতদের পরিবারকে সহযোগিতায় অধিদপ্তর হবে : ফরিদা আখতার

‘যারা ফ্যাসিবাদী, যারা মানুষের কণ্ঠ রোধ করে রেখেছিল, তারা এখন ক্ষমতায় নেই। তার মানে এই না সবকিছু ঠিক হয়ে গেছে। দেশে অভাব আছে, কষ্ট আছে, এজন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়া কঠিন কাজ, ক্ষমতা দেখালেই হবে না, আমাদের দায়িত্ব পালন করতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থানে আহত-নিহত শহীদ পরিবারে সহযোগিতা ও পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আরেকটি অধিদপ্তর করা হবে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের শৈলকুপার হরিহরা গ্রামের স্কুল মাঠে প্রান্তিক খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, একটা প্রজন্ম আছে যারা আন্দোলন করেছে, যারা জন্মের পর প্রথম যখন ভোটার হলো তারা ভোট দিতে পারেনি। কাজেই নির্বাচন চাইবে এটা স্বাভাবিক। কিন্তু এই যে পরিবর্তন হলো, অর্থনীতি সবকিছুর ক্ষতি, নষ্ট অবস্থায় রয়েছে, এসব কিছুটা হলেও সংস্কার করতে না পারলে শুধু নির্বাচন দেওয়াটা আমাদের কাজ না। সংস্কার করা এ কারণেই যেন নির্বাচনটা সঠিকভাবে হয়। জনগণ যেন সঠিকভাবে প্রতিনিধি নির্বাচন করতে পারে। আমরা চাই, নতুন নতুন মানুষ আসুক, নতুন নতুন প্রতিনিধি আসুন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হোক।

শৈলকুপার সম্মিলিত খামারি সমাবেশের সভাপতি তারিকুল ইসলাম তুর্কির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

এ ছাড়া তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত কোম্পানির অন্যতম দুই কর্ণধার গ্যাবরিয়েল ও মাহফুজ, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. জসিমউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা, ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা