× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তা এখন উত্তরাঞ্চলের দুঃখের কারণ : আসাদুল হাবীব

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৩ পিএম

তিস্তা এখন উত্তরাঞ্চলের দুঃখের কারণ : আসাদুল হাবীব

‘যে তিস্তা নদী একসময় সুখ-সমৃদ্ধির উৎস ছিল, তা আর নেই। তিস্তা এখন উত্তরাঞ্চলের দুঃখের কারণ। উচ্ছল জলধারার এই নদীর পানি এখন হাঁটুর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই তিস্তা নদী ও এর অববাহিকার মানুষকে রক্ষায় পানির ন্যায্য হিস্যা এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের মিশন মোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে তিস্তা নদী রক্ষায় দুই দিনব্যাপী গণজমায়েত উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক আসাদুল হাবীব দুলু। 

দুলু বলেন, তিস্তা তীরের মানুষজনের একসময় গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল। অর্থবৈভব আর প্রাকৃতিক প্রাচুর্যে পরিপূর্ণ ছিল। কিন্তু বর্তমানে সেই তিস্তার কারণে এখনকার মানুষ বর্ষায় যেমনÑ বন্যা-নদীভাঙনে নিঃস্ব হয় তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে ধু-ধু বালুময় বিরাণভূমিতে পরিণত হয়।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছে, পরিহাস করেছে। তাই তিস্তা অঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ হয়ে এ নদী রক্ষায় এবং এই উত্তরবঙ্গের আর্থসামাজিক উন্নতির জন্য সমস্বরে দাবি জানাতে হবে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা