× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়ে ফের পাঁচজনকে অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪০ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৬ পিএম

পাহাড়ে ফের পাঁচজনকে অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে ফের অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহকালে পাঁচজনকে অপহরণ করে দুর্বৃত্তরা।

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাকমা পাড়া সংলগ্ন পূর্ব পাশের পাহাড়ি এলাকায় অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির।

অপহৃতরা হলেনÑ বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার মারুফ উল্লাহ, কাইফ উল্লাহ, মোহাম্মদ ইসা, ইউসুফ উল্লাহ এবং মো. আবুইয়া।

ভুক্তভোগীদের স্বজনের বরাতে স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়া এলাকার ১৫ জন বাসিন্দা স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে তাদের ৫ জনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয়। দুর্বৃত্তদের কবল থেকে ফিরে আসা ব্যক্তিরা জানিয়েছেন, অন্যদের জন্য মুক্তিপণ আদায়ের শর্তে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। তারা ছাড়া পেয়ে বাড়িতে ফিরে বিষয়টি স্বজনদের জানান। ইউপি সদস্য বলেন, তিনি ঘটনাটি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানিয়েছেন। 

জানতে চাইলে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, বিষয়টি তিনি জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে অবহিত হয়েছেন। তবে ভুক্তভোগীদের স্বজন বা কারও পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ খোঁজখবর নিচ্ছে এবং তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২১৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা