× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে সাবেক ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৫ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নাটোরে সাবেক ছাত্রদল নেতা আবু সাঈদকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজের বিরুদ্ধে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধারাবারিষা উচ্চবিদ্যালয় মাঠে আবু সাঈদকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

ভুক্তভোগী আবু সাঈদ গুরুদাসপুরের উদবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি। অভিযুক্ত আজিজ জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক।

এ ঘটনায় আবু সাঈদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাঈদ ফেসবুকে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন। এতে ক্ষুব্ধ হয়ে ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজের নির্দেশে তার চার কর্মী সাঈদকে বেধড়ক পিটিয়ে আহত করেন। এ সময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিএনপি নেতা আবদুল আজিজ বলেন, ‘আমি সন্ধ্যা থেকে একটা মাহফিলে ছিলাম। সাঈদকে মারার নির্দেশ দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে আমার রাজনৈতিক প্রতিপক্ষের হয়ে আবু সাঈদ ফেসবুকে আমার বিরুদ্ধে নানা ধরনের কটুক্তিমূলক লেখালেখি করেন। এতে ক্ষুব্ধ হয়ে আমার কিছু অনুসারী তাকে নিষেধ করতে গেলে হাতাহাতি হয়। এতে আমার লোকজনও আহত হয়েছে।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে আবু সাঈদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যা তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা