সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৭ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) সিরাজগঞ্জের বাঘাবাড়িতে চাকরি স্থায়ীকরণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।
বুধাবর (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই বাঘাবাড়ির মিল্ক ভিটার মূল ফটকের সামনে তারা আন্দোলন ও কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শ্রমিকরা জানান, দুই যুগের বেশি সময় ধরে দিনমজুর হিসেবে কাজ করলেও চাকরি স্থায়ী হয়নি। উল্টো বাইরে থেকে লোক নিয়ে এসে কিছুদিন পরই তাদের স্থায়ী করা হয়েছে। বাবা-মা মারা গেলেও নেই ছুটি, না এলেই কাটা যায় সেদিনের মজুরি। চাকরি স্থায়ীকরণের দাবিতে কাফনের কাপড় পরে এক দফা আন্দোলন, কর্মবিরতি ও অনশন শুরু করেছেন মিল্ক ভিটার দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা শ্রমিকরা। দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই দাবি আদায়ে এবার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আন্দোলনরত শ্রমিকদের প্রধান সমন্বয়ক ওয়াছিউল বারী বলেন, ২০২৪ সালের আগস্ট মাসে চাকরি স্থায়ীকরণের জন্য কর্তৃপক্ষ ৯ দিন সময় নিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। পাশাপাশি ঈদে বা অসুস্থ হলেও ছুটি দেওয়া হয় না। বরং কাটা হয় মজুরি। দাবি আদায় না হলে আগামীতে শাটডাউন করে দেওয়া হবে মিল্ক ভিটাকে। শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধান করে কাজে ফেরানোর পাশাপাশি প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনার দাবি জানিয়েছেন তিনি।
জানতে চাইলে বাঘাবাড়ি মিল্ক ভিটার অতিরিক্ত মহাব্যবস্থাপক সাইদুল ইসলাম বলেন, নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতিদ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।