খুলনা অফিস
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১২ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৯ পিএম
ঢাক-ঢোলের বাদ্য। তার তালে তালে নদীর পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ তুলে প্রাণপণ নৌকাকে এগিয়ে নেওয়ার চেষ্টা মাঝি-মাল্লাদের। সেই সঙ্গে প্রতিযোগী নৌকার সমর্থকদের উল্লাস। এমন উৎসবমুখর পরিবেশে খুলনায় অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া রূপসা নদীতে অনুষ্ঠিত হয় এ নৌকা বাইচ। জেলার বিভিন্ন অঞ্চল থেকে ১০টি নৌকা অংশ নেয় এতে। খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচ উপলক্ষে পুরো খুলনা শহর উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানিয়েছে, যাতে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ফিরে আসে। তারা জানায়, নৌকাবাইচ একসময় গ্রামবাংলার বিনোদনের বড় উৎসব ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা হারিয়ে যেতে বসেছে। শফিকুল ইসলাম নামের এক প্রবীণ দর্শক বলেন, ‘আমাদের সময় নৌকাবাইচ ছিল উৎসবের বড় আকর্ষণ। এখনকার ছেলেমেয়েরা এসব জানেই না। তাই নাতিকে সঙ্গে করে নিয়ে এসেছি, যাতে সে এই ঐতিহ্যের স্বাদ পায়।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আক্তার জাহান, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘নৌকাবাইচ গ্রামবাংলার একটি ঐতিহ্য। এর ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি হচ্ছে তারুণ্যের উৎসবের অংশ। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সকলের প্রচেষ্টায় বাংলাদেশকে সমৃদ্ধশালী হিসেবে গড়ার লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব উদযাপন করছি। আমরা চাই, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন করে দেশটাকে সাজাতে, যেখানে সহযোগিতার নীতি প্রচার করা হবে। একে অপরের কাজে আমরা সহযোগিতা করব এবং তারুণ্যের শক্তিকে প্রকাশ ঘটিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব।’
আয়োজকরা জানান, নৌকাবাইচ শুধু বিনোদনের জন্য নয়, এটি বাংলার ঐতিহ্য রক্ষারও একটি প্রচেষ্টা।
এর আগে নৌকাবাইচ উপলক্ষে বেলা ১১টায় নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, ‘নতুন প্রজন্মকে মাদকের প্রভাব থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি খুলনাবাসীকে নির্মল আনন্দ দিতে এই আয়োজন করা হয়েছে।’