× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে আশিক হত্যা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬ পিএম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহাসিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, গত ১৪ আগস্ট নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। 

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট উপজেলার কাঁচপুরে মহাসড়কের সিনহা গার্মেন্টসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশিকসহ আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থানকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ অন্য আসামিদের পরামর্শে প্রত্যক্ষ হুকুমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আশিকের বুকের মধ্যে গুলি লেগে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। এ সময় গুলিবিদ্ধ আশিকসহ আহত ১৫-২০ জনকে প্রথমে আল বারাকা হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ৮ আগস্ট সেখানে আশিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এই রিমান্ড শেষ হলে আরও তথ্য বেরিয়ে আসবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান। এর আগে সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনিসুল হককে আদালতে আনা হয়। শুনানি শেষে জনতা আনিসুল হককে চোর আখ্যা দিয়ে ফাঁসির দাবিতে স্লোগান দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা