রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৯ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৩ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার সাবেক কাউন্সিলর হোসেন মিয়াসহ তার লোকজনকে চাঁদা না দিলেই সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে তালা দিয়ে বিতাড়িত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে প্রকল্পের বাসিন্দারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগও দেন তারা।
মানববন্ধনে বিতাড়িত বাসিন্দা আব্দুল বাকি, রিমন মিয়া, শাহেরা, ইয়াছমিন বেগম প্রমুখ বক্তব্য দেন। তারা বলেন, সাবেক কাউন্সিলর হোসেন মিয়ার পছন্দের লোক না হলেই মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলেই আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দ পাওয়া ঘরে তালা ঝুলিয়ে দেয়। এ কাজে স্থানীয় কেন্দুয়া ভূমি অফিসের দালাল হাছান মিয়ার মাধ্যমে হতদরিদ্রদের বঞ্চিত করে হয়রানি করে আসছে। আমরা এ ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছি।
মানববন্ধন শেষে রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। পরে ইউএনওর সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন। জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন সাবেক কাউন্সিলর হোসেন মিয়া।