দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১ পিএম
পটুয়াখালীর দুমকীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার লেবুখালীর পাগলার মোড় পায়রা পয়েন্ট এলাকা থেকে এ চাল জব্দ করা হয়। এ ঘটনায় বুধবার বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি অটোরিকশায় ১১ বস্তা ওএমএসের চাল বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে লেবুখালীর ইউনিভার্সিটি স্কয়ার এলাকায় চাল জব্দ করা হয়। ডিলারের গুদাম সিলগালা করে দেওয়া হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
স্থানীয়রা জানায়, উপজেলার লেবুখালী ইউনিয়নে ওএমএসের চাল বিক্রির ডিলার খলিল শিকদার। তিনি নিয়ম মেনে নির্ধারিত পরিমাণ ও মূল্যে চাল বিক্রি না করে বেশি দামে বিক্রি করতে অটোরিকশায় স্থানীয় মালেক শিকদারের দোকানের সামনে পাঠিয়ে দেন। তাকে সহযোগিতা করেন তার ভাগিনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জহির হাওলাদার। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ১১ বস্তা চাল আটক করে। খবর পেয়ে ইউএনও শাহীন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে ডিলারের গুদাম সিলগালা করে দেন।
অভিযুক্ত খলিল শিকদার বলেন, ‘জহির খাদ্যবান্ধব চালের ডিলার ছিলেন। মেয়াদ শেষ হলেও এ গুদামে চাল রেখে তিনি ব্যবসা করেন। জহিরের কাছ থেকে গুদামের ঘরের অর্ধেক ভাড়া নিয়ে ওএমএসের চাল রাখি। আমার এক টন চাল এখনও গুদামে আছে। জহির তার চাল বিক্রি করেছে। এ চাল আমার না এবং আমি এর সঙ্গে জড়িত নই।’
আরেক অভিযুক্ত জহির হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। দুমকী থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।