ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম
আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত। ছবি: সংগৃহীত
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নাসির উদ্দিন খন্দকারকে আহ্বায়ক ও নঈম উল্যাহ চৌধুরী বরাতকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন।
সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও সালাহ উদ্দিন মামুন।
এদিকে নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। কমিটি ঘোষণার খবরে ফেনীতে যুবদল নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।