জয়পুরহাট
জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৩ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৭ পিএম
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল টিমের খেলা আয়োজন নিয়ে আপত্তি ও ভাঙচুরকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটে। অবশেষে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে নারীদের ফুটবল খেলা সেই মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আক্কেলপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ‘আমরা অনেক টুর্নামেন্ট করেছি। তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠেও মেয়ে ও ছেলেদের অনেক ধরনের খেলা হয়েছে। এখানে খেলা নিয়ে যে ঘটনা ঘটেছিল, সেটি দুই পক্ষের ভুল-বোঝাবুঝির কারণে। মাঠে প্রবেশ করে ঘেরাও করা বেড়া যারা অপসারণ করেছিল এবং খেলা বন্ধ হয়েছিল, সেটির জন্য তারা ক্ষমা চেয়েছে।’
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এ খেলার আয়োজন করা হয়। খেলার নাম দেওয়া হয়েছে ‘প্রমিলা ফুটবল ম্যাচ’। এতে ঢাকা জেলার নারী ফুটবল দল বনাম জয়পুরহাট নারী ফুটবল দল অংশগ্রহণ করে। খেলা মাঝমাঠে পরিচালনা করেন নারী রেফারি লতা পারভীন এবং সহকারী রেফারি ছিলেন সপ্না চৌহান ও রহিমা আক্তার। খেলায় ঢাকা জেলা নারী দলকে ১-০ গোলে হারিয়ে জয়পুরহাট জেলা নারী দল জয়লাভ করে।
আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন। ওই মাঠে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।
বিষয়টি নিয়ে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে টনক নড়ে প্রশাসনের। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে। এ নিয়ে গত ৩১ জানুয়ারি আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে ভুল স্বীকার করে ক্ষমা চান ফুটবল খেলার বিরোধিতা করা আলেমরা। নারীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরে উপজেলা প্রশাসনের আয়োজনে খেলাটি গতকাল অনুষ্ঠিত হয়েছে।