বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০১ পিএম
আধিপত্য বিস্তার নিয়ে নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাজ্জাক মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সিএনজি স্ট্যান্ড, বাসের কাউন্টার এবং আশপাশের বিভিন্ন দোকানপাটসহ রাজ্জাক মোড়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুলের সঙ্গে বড়াইগ্রাম পৌরসভার যুবদলের সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম রবির সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে বকুল গ্রুপের সোহেল রানা, মমিন আলী, ইমদাদুল হকসহ ৪ জন আহত হয়। আর রবি গ্রুপের রকমত আলী, মানিক হোসেনসহ ৩ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।