× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ৪৪/১এস পিলার ও ভারতের অভ্যন্তরে নাইরকুড়ি এলাকা থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

সিরাজুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার স্বামী ভারতে গিয়েছিলেন। এর পর সকালে সবাই ফিরে এলেও তিনি আসেনি। যারা ফিরে এসেছে, তাদের কাছে স্বামীর আটকের বিষয়টি নিশ্চিত হয়েছি।’

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। রাত আনুমানিক ৩টার দিকে গরু নিয়ে ৪৪/১এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া দেয়। এতে অন্যরা পালিয়ে আসলেও সিরাজুলকে ধরে নিয়ে যায় বিএসএফ।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান বলেন, ‘বিএসএফের হাতে বাংলাদেশি কেউ আটক হয়েছে কি না এমন তথ্য আমাদের জানা নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা