× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরাঞ্চলে পেট্রলপাম্পের ধর্মঘট প্রত্যাহার

বগুড়া অফিস

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১০ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে রাজশাহী বিভাগ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। ছবি : সংগৃহীত

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে রাজশাহী বিভাগ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। ছবি : সংগৃহীত

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার পেট্রলপাম্পে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে রাজশাহী বিভাগ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি বলেন, ভবিষ্যতে আলোচনা ছাড়া সড়ক ও জনপথ বিভাগের লিজ নেওয়া জায়গার ওপর গড়ে তোলা পেট্রলপাম্প উচ্ছেদ করা হবে না- এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হলো।

বৈঠকে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসাসহ পেট্রলপাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ।

গতকাল সংগঠনটির রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান ও রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আবদুল জলিলের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (সোমবার) বগুড়ার আদমদীঘি থানা এলাকায় দুটি ফিলিং স্টেশনে কোনো ঘোষণা, নোটিস বা আনুষ্ঠানিক চিঠি দেওয়া ছাড়াই হঠাৎ উচ্ছেদ অভিযান চালায় নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রলপাম্প মালিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ। তারা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। নিয়মিত রাজস্ব দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে এলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে তাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা