× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের ঘর উপহার

ভবিষ্যতেও পাশে পাওয়ার প্রত্যাশা পরিবারের

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৬ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৭ পিএম

বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হয় সোনাগাজীর নিহত যুবদল নেতা মাসুদের পরিবারকে। প্রবা ফটো

বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হয় সোনাগাজীর নিহত যুবদল নেতা মাসুদের পরিবারকে। প্রবা ফটো

আজকে খুশি লাগতেছে, বাবা মারা যাওয়ার পর থেকে আমরা মানবেতর জীবন যাপন করতেছি। গত বছরের এপ্রিল মাসে আমাদের জন্য ঘরটি নির্মাণ করতে বিএনপি নেতৃবৃন্দ এলে তারা নানাভাবে নাজেহালের শিকার হয়েছেন। আজ নির্মিত ঘরটি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের মাথা গোঁজার স্থান হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহারের ঘর পেয়ে অনুভূতি ব্যক্ত করে এসব কথা বলেন সোনাগাজীর নিহত যুবদল নেতা মাসুদের মেয়ে মুনতাহিনা বিনতে মাসুদ।

মাসুদের স্ত্রী আয়েশা আক্তার বলেন, ‘এজন্য আমি ও আমার একমাত্র মেয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও আমি এবং আমার মেয়ের যেকোনো বিপদ-আপদে বিএনপি নেতৃবৃন্দকে পাশে পাব, তারেক রহমান আমাদের খোঁজ খবর রাখবেন- এটাই আমরা প্রত্যাশা করি।’

দলীয় সূত্রে জানা গেছে, নিহত মাসুদের স্ত্রী আয়েশা আক্তার তার এক কন্যা সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন- এমন খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এ বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।

২০১৬ সালের ২২ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে র‌্যাব মাসুদকে আটক করে। তিনদিন আটক রাখার পর তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ২৫ জুন চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তাকে হত্যা করে র‌্যাব।

ওই সময় স্বামীকে র‌্যাবের সহায়তায় হত্যার অভিযোগে নিজ দল ও পতিত আওয়ামী লীগের কয়েকজনকে দায়ী করে বিচার চেয়েছিলেন আয়েশা আক্তার। কিন্তু কোনো বিচার পাননি তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা