× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেট্রলপাম্প বন্ধ, ভোগান্তিতে রংপুরের যানবাহন চালকরা

রংপুর অফিস

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৫ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬ পিএম

পেট্রলপাম্প বন্ধ, ভোগান্তিতে রংপুরের যানবাহন চালকরা

রংপুরসহ উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য পেট্রলপাম্প বন্ধ ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ রাখায় তারা নির্ধারিত গন্তব্যে যেতে পারেনি। দুর্ভোগ লাঘবে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রংপুর বিভাগের প্রায় সাড়ে তিনশ পাম্পে তেল বিক্রি বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। এতে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস-ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন পাম্পে তেল না পেয়ে ঘুরে গেছেন। উত্তরবঙ্গে আগাম বোরো ধান রোপন শুরু হওয়ায় ডিজেল না পাওয়া সেচ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। এতে আগাম বোরো ধান রোপন বিলম্বিত হচ্ছে।

নগরীর শাপলা পাম্পে আসা মোটরসাইকেলচালক সাইফুল ইসলাম বলেন, কাল রাতে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গিয়েছে। মিঠাপুকুরে কাজের জন্য যাওয়ার কথা। কিন্তু পাম্পে এসে দেখলাম তেল বিক্রি বন্ধ। খোলা বাজারেও তেল নেই। এখন জরুরি কাজে গন্তব্যস্থলে যেতে পারছি না। পাম্প মালিকদের সাথে কার ঝামেলা হয়েছে তা আমরা জানি না। মাঝে শুধু আমাদের দুর্ভোগে পড়তে হয়েছে।

পিকআপচালক শাকিল আহমেদ বলেন, পাম্প বন্ধ হওয়ার কারণে তেল নিতে পারি নাই। তাই আজ কোনো ভাড়া খাটা সম্ভব হচ্ছে না। আজ উপার্জন ছাড়াই থাকতে হবে। আমি চাই দ্রুত এই সমস্যা কেটে যাক।

শাপলা চত্ত্বরের ইউনিক পাম্পের দায়িত্বরত পরিতোষ চক্রবর্তী বলেন, পাম্প বন্ধ রাখার বিষয়ে কিছু জানি না। যেহেতু মালিক ফোন করে পাম্প বন্ধ রাখতে বলেছে, তাই রেখেছি। 

এ ব্যাপারে রংপুর পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, আমাদের দাবির বিষয় নিয়ে আলোচনা চলছে। আশা করছি দ্রুত সমস্যা সমাধান হবে।

মঙ্গলবার রাতে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল জানান, নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিস বা চিঠি না দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন বন্ধ এবং পরিবহন ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা