গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৬ পিএম
গাজীপুরের জয়দেবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁচামালের পিকআপ ডোবায় পড়ে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকলা ৬টার দিকে কালিগঞ্জ উপজেলার মৈশার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাঁচামাল বোঝাই করা একটি পিকআপ সিলেট থেকে থেকে গাজীপুর আসছিল। এ সময় পিকআপটি মৈশার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। এতে গাড়ির দরজা বন্ধ এবং জানালার কাচ লক থাকায় ভেতরে আটকা পড়ে চালক হেলপারসহ তিনজন নিহত হয়।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সুশান্ত জানান, রেকার দিয়ে গাড়িটি ডোবা থেকে তোলা হয়েছে। ভেতর থেকে তিনজনের মরদহ উদ্ধার করা হলেও তাদের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।