পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৫ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪১ এএম
ছবি : ভিডিও থেকে নেওয়া
পুলিশের গাড়িতে হামলা করে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল ওহাবকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুরের গাজনার বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হামলায় জড়িত আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আবদুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়র। তিনি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আবদুল ওহাব গাজনার বিলে একটি বাড়িতে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে ওহাবসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
এর আগে শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে আবদুল ওহাবের নিজ এলাকা সুজানগর পৌরসভার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ির ওপর হামলা করে গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় পুলিশের আট সদস্য আহত হয়েছিলেন। ঘটনার পরদিন ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।