× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৪ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতীর অংশ থেকে সজিব হোসেন নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সজিবের পরিবারের লোকজন জানতে পারে বিষয়টি। এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।

তিনি জানান, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন যুবক ফেনসিডিল আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশি যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনার পর আমরা বিএসএফের সাথে যোগাযোগ করি। তারা আমাদের জানিয়েছে ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি ৪ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় তাদের সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের ৩ জন নাগরিক তাদের হাতে আটক হন। সজিবকে পুলিশ আটক করে নিয়ে গেছে, এতে বিএসএফের কিছু করার নেই। আর পালিয়ে যাওয়া বাকি তিনজনের বিষয়ে বিএসএফ আমাদের জানিয়েছে, আমরা সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছি।’

সজিব হোসেনের মা সাবিনা খাতুন বলেন, আমার ছেলে তার বন্ধুদের সাথে সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়। পরে তারা সবাই বাড়ি ফিরে এলেও আমার ছেলে সজিবকে না দেখে খোঁজাখুজি করি। পরে এক পর্যায়ে জানতে পারি ভারতের পুটিখালী ক্যাম্পের বিএসএফের হাতে আমার ছেলে সবিজ ধরা পড়েছে। আমরা তাৎক্ষণিক বিজিবির সাথে যোগাযোগ করি। বিজিবি সে সময় আমাদেরকে বলেন যে, ঘটনার ব্যাপারে তাদের কোনো কিছু জানা নেই। আমরা পুনরায়  আজ মঙ্গলবার সকালে বিজিবি ক্যাম্পে গেলে বিজিবি সদস্যরা আমাদেরকে বলেন, সজিবকে বিএসএফ সেখানকার থানায় দিয়ে দিয়েছেন। এখন পতাকা বৈঠক করে দেখা যাক কি করা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা