× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা বুধবার

খুলনা অফিস

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০০ পিএম

খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা বুধবার

দীর্ঘ ৪ বছর পর রূ রুপসা নদীতে খুলনাবাসী আবারও বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের প্রাণবন্ত দৃশ্য উপভোগের সুযোগ পেতে যাচ্ছে । আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে এ নৌকা বাইচ প্রতিযোগিতা।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে খুলনা বিভাগীয় প্রশাসন  এই প্রতিযোগিতার আয়োজন করছে। নৌকা বাইচ রূপসা নদীর এক নম্বর কাস্টমস ঘাট থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত অনুষ্ঠিত হবে।  

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ১০টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী দল পাবে ৭৫ হাজার টাকা। এছাড়া , দ্বিতীয় স্থান পাবে ৫০ হাজার  ও তৃতীয় স্থান পাবে ৩০ হাজার টাকা প্রাইজমানি।  

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।  

প্রেস ব্রিফিং এ বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার জানান, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা ও উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া, খুলনাবাসীর জন্য এটি এক আনন্দঘন সাংস্কৃতিক আয়োজন হিসেবে বিবেচিত হবে।  

প্রতিযোগিতার সময় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডুবুরি দল, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস কর্মীরা প্রস্তুত থাকবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকবে।  

নৌকা বাইচ প্রতিযোগিতার আগে সকাল ১১টায় শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা এক নম্বর কাস্টমস ঘাটে গিয়ে শেষ হবে। উৎসবকে ঘিরে নগরীতে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন তৎপর থাকবে।  

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. কুতুব উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

সর্বশেষ ২০২১ সালের ১ জানুয়ারী রূপসা নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা