নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫০ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৯ পিএম
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছর বয়সি শিশু আরাবি ইসলাম সুবা উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সুবা জানায়, দুই বছর আগে টিকটকে পরিচয় হওয়া এক ছেলের সঙ্গে সে পালিয়ে এসেছে। মেয়েটি বলে, ‘বাসায় ভালো লাগছিল না তাই চইলা আসছি।’
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পুলিশের সহায়তায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নওগাঁ থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারের পর সুবার কাছে জানতে চাওয়া হয় কেন এমনটা করেছে। উত্তরে সুবা বলেন, ‘আমি ভালো আছি। বাবার কাছে ফিরে যাব। বাসায় ভালো লাগে না তাই সে মমিনের হাত ধরে নওগাঁতে চলে এসেছি। মমিনের সঙ্গে টিকটকেই পরিচয় হয়েছে হয়েছে আমার। এরপর বাসে চড়ে ঢাকা থেকে নওগাঁতে চলে এসেছি।’
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘সুবা নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। এরপর তথ্য প্রযুক্তির সাহায্যে জানা যায় মেয়েটি নওগাঁ অবস্থান করে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মো. মুমিন এর বাসায় অভিযান চালানো হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে মেয়ে উভয়েই পালিয়ে যায়।
মুমিনের বাবা মো. মোস্তফাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তিনি স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। গত পরশু রাতে ঢাকার শ্যামলি গাড়িতে করে গতকাল ভোরে নওগাঁ এসে নামে। এবং তার কথিত প্রেমিক মুমিন এর বাসায় উঠে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসায় সুবা স্বীকার করে, টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয়।
মুমিন মূলত ঢাকায় একটি দোকানে কর্মচারীর কাজ করছিল আর মেয়ের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে সেখান থেকে মেয়েটা তার মায়ের চিকিৎসার জন্য ঢাকায় আসে এবং মুমিনের সঙ্গে প্রেমের সর্ম্পের খাতিরে পালিয়ে যায়।
তবে এবিষয়ে যেহেতু আমাদের বেশি কিছু জানা নেই। মোহাম্মদপুর থানায় হয়ত অভিযোগ রয়েছে পরবর্তীতে তাকে সেখানে পাঠানো হবে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে ভিকটিমকে নিয়ে গেছে তারাই আইনমাফিক ব্যবস্থা গ্রহণ করবে।
অপর প্রশ্নে তিনি আরও বলেন, তার কথিত প্রেমিক মুমিনকে আটক করা সম্ভব হয়নি। সে আগেই পালিয়ে গেছে। তবে আমরা তাকে আটকের চেষ্টা করছি। এবং তার বাবা আমাদের হেফাজতে রয়েছে আমরা আরও কিছু জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেব।