× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন

পরিবেশ না থাকায় নির্বাচনী কর্মকর্তাদের পদত্যাগ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন করার পরিবেশ নেই জানিয়ে পদত্যাগ করেছেন সমিতির মুখ্য নির্বাচনী কর্মকর্তাসহ নির্বাচন কমিশনের সকল সদস্য। আগামী ১০ ফেব্রুয়ারি দেশের ঐতিহ্যবাহী এই বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

আওয়ামী এবং বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়ে পদত্যাগ করেন নির্বাচনী কর্মকর্তারা।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান, নির্বাচনী কর্মকর্তা উত্তম কুমার দত্ত, তারিক আহমদ, সাম্যশ্রী বড়ুয়া এবং মো. নুরুদ্দিন আরিফ চোধুরীর স্বাক্ষরিত চিঠিতে পদত্যাগের এ বিষয়টি জানানো হয়েছে।

অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘চিঠিতে তারা লিখেছেন আওয়ামী লীগ এবং বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের উত্তেজনা বা তাদের দাবি-দাওয়া নিয়ে একজন আরেকজনের মুখোমুখি হন। এমন পরিস্থিতে নির্বাচন পরিচালনা তাদের পক্ষে সম্ভব নয়। যে কারণে তারা পদত্যাগ করেছেন সবাই।’ 

নির্বাচন উপলক্ষে গত ১৪ জানুয়ারি নির্বাচন কমিশন গঠন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরি কমিটি। নির্বাচনে ২১টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। ভোটাধিকার প্রয়োগের কথা ছিল মোট ৫ হাজার ৪০৪ আইনজীবীর। 

জানা গেছে, বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল’ যৌথভাবে ‘আইনজীবী ঐক্য পরিষদ’ নামে যৌথ প্যানেল ঘোষণা করেছিল। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেল ঘোষণা করে প্রচারণায় নেমেছিল। 

গত ২৬ জানুয়ারি বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার ও তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন।

১৩০ বছরের পুরোনো চট্টগ্রাম আইনজীবী সমিতিতে এমন পরিস্থিতি নজিরবিহীন বলে জানান আইনজীবীরা। সর্বশেষ নির্বাচনের দিকে তাকালেও সেটি স্পষ্ট বুঝা যায়। ২০২৪ এর ফেব্রুয়ারিতে হওয়া সে নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে বিজয়ী হয় বিএনপিপন্থি আইনজীবীরা। বাকি তিনটি সম্পাদকীয় পদে জয় পান আওয়ামীপন্থি আইনজীবীরা। ১১টি নির্বাহী সদস্যের মধ্যেও ছয় জন বিজয়ী ছিলেন বিএনপিপন্থি। 

এমন পরিস্থিতিতে আইনজীবী সমিতি কী করবে এমন প্রশ্নের জবাবে সমিতির সভাপতি বলেন, ‘আগামী ১০ ফেব্রুয়ারি আমাদের সমিতির নির্বাচন হচ্ছে না। এখন গঠনতন্ত্র অনুযায়ী ১১ ফেব্রুয়ারি সাধারণ সভা ডাকা হবে। সেখানে অ্যাডহক কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগামীকাল (বুধবার) আমাদের কমিটির মিটিং আছে। তখন আমরা সিদ্ধান্ত নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা