নাটোরের নলডাঙ্গা
নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৩ পিএম
নাটোরের নলডাঙ্গার ব্রহ্মপুর বাজার সংলগ্ন বারনই নদে সেতুর অভাবে এভাবেই পারাপার হতে হয় এলাকাবাসীকে।প্রবা ফটো
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর বাজার সংলগ্ন খেয়াঘাটে বারনই নদে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার হাজার হাজার মানুষ। স্বাধীনতার ৫৩ বছরে সেতু না হওয়ায় হতাশ এলাকাবাসী। বর্ষাকালে ডিঙি নৌকাই যেন এখানকার মানুষের শেষ ভরসা। সেতু না থাকায় পারাপারের সময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। এই অবস্থায় দ্রুত জনসাধারণের পারাপারে ব্যবহার উপযোগী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বজলু মাস্টার, জালাল মাঝি, সেলিম রেজা, রাব্বি হোসেনসহ কয়েকজন জানান, নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর বাজার খেয়াঘাট এলাকায় নৌকা দিয়ে বাঁশিলা খেয়াঘাট, আঁচড়াখালীসহ কয়েক গ্রামের শিক্ষার্থী, কৃষক, সাধারণ মানুষ পারাপার হন। ৭১’র স্বাধীনতার পর ৫৩ বছরেও গুরুত্বপূর্ণ এ খেয়াঘাটে সেতু নির্মাণ করা হয়নি। দীর্ঘদিন জনপ্রতিনিধিরা ভোটের সময় সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এখানে নৌকায় নদ পারাপারের সময় যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণ নদ পারাপার হয়।
ব্রহ্মপুর খেয়াঘাট এলাকার আশপাশে ইউনিয়ন পরিষদ, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, বাজার, স্বাস্থ্য কমপ্লেক্সসহ নানা প্রতিষ্ঠান রয়েছে। সেতু না থাকায় এখানকার উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারেন না কৃষকরা। স্থানীয় কৃষকদের দাবি, সেতু নির্মিত হলে পাল্টে যাবে এই অঞ্চলের মানুষের ভাগ্য। প্রসার হবে ব্যবসা-বাণিজ্যের।
ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান জানান, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসী নৌকা দিয়ে নদ পার হয়ে থাকেন। এলাকার সার্বিক উন্নয়নে এখানে সবার ব্যবহার উপযোগী একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী অরুপ কুমার জানান, বারনই নদের ওপর বেশ কিছু স্থানে সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।