কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবদেক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৮ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৬ পিএম
নিহত মধু মিয়ার মরদেহ পিকআপে করে তার বাড়ি বরখোলা গ্রামে নেওয়া হয়। প্রবা ফটো
মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের অফিসের সামনে থেকে মধু মিয়া নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মধু আলীনগর ইউনিয়নের বরখোলা গ্রামের দুরুদ মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অনিক রঞ্জন দাশ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবার দাবি করেছে তাকে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬-৭ জনকে আটক করা হয়েছে।