× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগমগঞ্জে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে জরিমানা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৬ এএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে বিসিক শিল্পনগরীতে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে তানিশা প্যাকেজিং কারখানাকে জরিমানা করা হয়। প্রবা ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে বিসিক শিল্পনগরীতে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে তানিশা প্যাকেজিং কারখানাকে জরিমানা করা হয়। প্রবা ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে বিসিক শিল্পনগরীতে অবৈধ পলিথিন উৎপাদন করে বিক্রির দায়ে তানিশা প্যাকেজিং কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটি অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রয় করে আসছে। খবর পেয়ে সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মিলন হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১৬৮ কেজি অবৈধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পলিথিন উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রি, মজুদ ও বিতরণ দণ্ডনীয় অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারে বিক্রির তথ্য পাওয়ার পর বিসিক এলাকায় এ অভিযান চালানো হয়। 

অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মো. মিলন হোসেনসহ বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা