× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুঙ্গিপাড়ায় ‘সরকারবিরোধী লিফলেট’

অভিযানে গিয়ে হামলায় ৬ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২০ পিএম

অভিযানে গিয়ে হামলায় ৬ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারবিরোধী লিফলেট বিতরণের খবরে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। হামলায় দুই ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের সামনের মুদি দোকানি সাফায়েত হোসেন গাজীকে টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্য আটক করে। এ সময় কয়েকজন লোক এসে তাদের বাধা দেয়। পরে সাফায়েত গাজীকে গাড়িতে ওঠানোর খবর শুনে এলাকাবাসী এসে পুলিশের গাড়ি গতিরোধ করলে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যদেরকে অবরুদ্ধ করে গাড়ি ভাংচুর করে তারা। খবর পেয়ে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন। এ সময় এক পুলিশ সদস্যকে আটক করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মঈনুল হক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক ব্যক্তিকে উদ্ধার করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম  জানান, সরকারবিরোধী লিফলেট বিতরণ করা হচ্ছিল- এমন খবরে ঘটনাস্থলে গিয়ে সাফায়েত হোসেন গাজী নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে সময়ে এলাকাবাসী তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় এবং অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমরা হামলার শিকার হই। এতে আমি ও ওসি (অপারেশন) আওরঙ্গজেবসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। আহতদেরকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাফায়েত হোসেন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা