× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ. লীগ কর্মসূচি দিয়ে দেশকে অস্থির করতে নীল নকশা করছে : চরমোনাই পীর

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৫ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৭ পিএম

আ. লীগ কর্মসূচি দিয়ে দেশকে অস্থির করতে নীল নকশা করছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোল বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশ থেকে পালিয়ে স্বৈরাচার শেখ হাসিনা আবার নতুন কর্মসূচি দিয়ে দেশকে অস্থির করতে নীল নকশা ও ষড়যন্ত্র করছে। তাই দেশপ্রেমিক ও বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের মোকাবিলা করতে হবে। 

রবিবার (২ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন ভোলা জেলার দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘গত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকার দলীয়করণ ও তাদের নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন জায়গায় লোকজন নিয়োগ দিয়ে সেট করেছেন। আর সেসব জায়গায় যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত দেশে নির্বাচনের সুন্দর একটি পরিবেশ তৈরি করা যাবে না। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুরুত্বপূর্ণ সংস্কারের পরেই নির্বাচনের দাবি করছি। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার ১ থেকে দেড় বছরের মধ্যেই জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। পিআর সিস্টেম নির্বাচন বিশ্বের ৯১টি দেশে বাস্তবায়ন আছে। আর এই সিস্টেমে সকল দলই সংসদে যেতে পারবে এবং জাতীয় সরকার গঠন করা যাবে।’ 

ইসলামী আন্দোলন ভোলার উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ গাজী আতাউর রহমান। 

এদিকে সম্মেলনে আগামী দুই বছরের জন্য ইসলামী আন্দোলন ভোলা জেলার উত্তর শাখায় মাওলানা আতাউর রহমান মোমতাজীকে সভাপতি ও মাওলানা তরিকুল ইসলাম তারেককে সেক্রেটারি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা