সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০০ পিএম
আন্তর্জাতিক জলাভূমি দিবসে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের কালনী নদীর পূর্ব পাড়ে হাওর উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ‘হাওর মহাপরিকল্পনা আমাদের আছে। সেটা আপডেট করার কাজ চলছে। এই কাজ সম্পন্ন হলে আমরা বলতে পারব যেÑ কোন কোন প্রজেক্ট নিতে হবে। কোন কোন জায়গার জন্য কোন কোন প্রজেক্ট সঠিক হবে। আমরা এখনও প্রজেক্ট নিচ্ছি। এই হাওরের জন্য ডজনখানেক প্রজেক্ট চলমান আছে। বিশেষ করে, সিলেট বিভাগের জন্য সাতটি প্রজেক্ট চলমান আছে। এগুলোর জন্য লং টাইম চিন্তা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বেড়িবাঁধ, স্থায়ী বাঁধ নির্মাণ ও পলি ব্যবস্থাপনা করাÑ সবগুলো ব্যয়সাপেক্ষ কাজ। এগুলো সামগ্রিক পরিকল্পনার আলোকে যেন প্রতিবছর কিছু কিছু আগাতে পারি, সেই ধরনের একটা পরিকল্পনা নিতে হবে। আমি মন্ত্রণালয়ের পরিকল্পনার উইং যেহেতু দেখি, সুতরাং এ বিষয়টি বেশি নজর রাখব।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় আলোচকের বক্তব্য দেনÑ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জিত তালুকদার, দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘একসময় হাওর অঞ্চল অবশ্যই অনেকটা নেগলেক্ট ছিল। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই এটাকে গুরুত্ব দিচ্ছে। কারণ হাওরের মানুষজন সারা জীবন গরিব থাকবে, কষ্ট করবে, বিষয়টা তো এ রকম হতে পারে না। তাদের জীবনযাপনের মানও আমরা চেঞ্জ করার, উন্নত করার চেষ্টা করছি।’
জনসচেতনতা বৃদ্ধির এই আয়োজনে প্রায় ১ হাজার ২০০ সমাজকর্মী, পরিবেশকর্মী, সমাজসেবক, সরকারি কর্মচারী ও ছাত্র প্রতিনিধি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল আলোচনা, অডিও-ভিডিও প্রদর্শনী, গম্ভীরা ও প্রীতি ফুটবল ম্যাচ।