× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিপিএইচ ইস্পাতের গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৩ পিএম

জিপিএইচ ইস্পাতের গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’

বিশ্বমানের স্টিল রিবার উৎপাদনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার-২০২৪’-এর মূল পর্ব অনুষ্ঠিত হয়েছে। 

এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে বিশ্বসেরা কোয়ান্টাম স্টিলের বাজারজাতকরণ, জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর ও বি৬০০ডি-আর-এর বাজার সম্প্রসারণ, বছরব্যাপী বিক্রয়ের ধারাবাহিক সাফল্য ধরে রাখা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে চ্যানেল পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়। ১৮৫ জন চ্যানেল পার্টনার এই ইভেন্টে অংশ নেয়। তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা ১০ জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে ১৮ জন চ্যানেল পার্টনারকে বীরপ্রতাপ উপাধিতে সম্মানিত করা হয়।

এবারের ১০ মহারাজ হলেনÑ মাহাবুবুর রহমান (মাহাবুব ব্রাদার্স, হ্নীলা, টেকনাফ, চট্টগ্রাম); সিরাজুর রহমান (আল আমিন ট্রেডার্স, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম); জাকির হোসেন (রহমান প্রোপার্টিজ অ্যান্ড ট্রেডিং করপোরেশন, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা); জাকারুল হক (হক ট্রেডার্স, আশুলিয়া, সাভার, ঢাকা); আশরাফ আলী (কেএ স্টিল হাউস, ভাটারা, ঢাকা); রাকিব আহমেদ চৌধুরী (এ বি স্টিল হাউস, ইউনিট ২, রাজাখালী, চট্টগ্রাম); সম্ভু দাস (সৌরভ এন্টারপ্রাইজ, কেরানীগঞ্জ, ঢাকা); কামাল হোসেন (আল-হাবিব স্টিল করপোরেশন, তুরাগ, উত্তরা, ঢাকা); আজিজুল হক ফয়সাল (ফয়সাল অ্যান্ড ব্রাদার্স, ঈসাখাঁন নেভী গেট, সিমেন্ট ক্রসিং, চট্টগ্রাম) এবং মিজানুর রহমান মিলন (ঢাকা ট্রেড লিংক, সাভার, ঢাকা)। 

১০ মহাবীর হলেনÑ রাসেদুল ইসলাম (ফাহিম এন্টারপ্রাইজ, বড়গোলা, বগুড়া); মুজতাবা হাশেমী (আল-মানার স্টিল, কাদেরগঞ্জ, রাজশাহী); ধর্মেন্দ্র ঘোষ ডলার (ইমপেরিয়াল স্যানিটারি হাউস, সেনপাড়া রোড, রংপুর); শফিক উল্লাহ (এফএস এন্টারপ্রাইজ, বড়বাজার, ময়মনসিংহ); আমিনুর রহমান ইমরোজ (ইউনাইটেড ট্রেডার্স, মোহাম্মদপুর, ঢাকা); আব্দুল ছাত্তার ভূঁইয়া (সততা এন্টারপ্রাইজ, ঢাকা বাসস্ট্যান্ড, ভেলানগর, নরসিংদী); আবুল হোসেন মোল্লা ও আব্দুর রউফ মোল্লা (সালমা ট্রেডার্স, দোহার, ঢাকা); রফিকুল আলম (রফিক অ্যান্ড ব্রাদার্স, সিও কলোনি, সদর, জয়পুরহাট); মোশারফ হোসাইন (মোশারফ হোসাইন, স্ট্র্যান্ড রোড, চাঁদপুর) এবং রাসেল উদ্দীন (সাকলাইন এন্টারপ্রাইজ, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম)। এ ছাড়া চ্যানেল পার্টনারদের সন্তানদের জিপিএ-৫ সম্মাননা এবং তাদের মায়েদের ‘কৃতী মা’ সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা