× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন জেলায় চারজনের লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৪ পিএম

তিন জেলায় চারজনের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একটি ঘর থেকে এক যুবক ও গৃহবধূর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় মালয়েশিয়া প্রবাসী শান মোহাম্মদ সনুর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিবাহবহির্ভূত সম্পর্ক জানাজানি হওয়ায় লোকলজ্জার ভয়ে তারা আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। মৃতরা হলেনÑ গৃহবধূ টুসি বেগম ও শিবগঞ্জ উপজেলার দায়পুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট গ্রামের আব্দুর রাকিব।

গৃহবধূর শ্বশুর হায়াত আলী জানান, তার ছেলে দুই বছর আগে মালয়েশিয়া যায়। এরপর সন্তানদের রেখে পালিয়েছিলেন পুত্রবধূ টুসি। এরপর তাকে ফিরিয়ে আনা হয়। পরে শনিবার রাতে তার ঘর থেকে শব্দ পেয়ে ধাক্কা দেওয়ার পরও দরজা খোলেনি। একপর্যায়ে জানালা দিয়ে তারা পুত্রবধূর সঙ্গে আব্দুর রাকিবকে দেখতে পান। তাদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়। এ সময় দরজা ভেঙে উদ্ধারের আগেই তারা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার বলেন, দরজা ভেঙে টুসি ও রাকিবের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। টুসি ওড়না ও মাফলার দিয়ে আব্দুর রাকিব গলায় ফাঁস দেয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, ধারণা করা হচ্ছে অনৈতিক সম্পর্কের জেরে এবং বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ায় গৃহবধূ ও যুবক মানসম্মানের ভয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। যে ঘর থেকে তাদের উদ্ধার করা হয়েছে, সেখানে টুসির দুই শিশুসন্তানকে ঘুমন্ত এবং অক্ষত অবস্থায় পাওয়া যায়।

এ ছাড়া দেশের দুই জেলা থেকে আরও দুই লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবর…

কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুদিন পর পুকুর থেকে তানজিম মিয়া নামে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শিমরাইল গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। তানজিম মিয়া ওই গ্রামের প্রবাসী মো. আবু তাহেরের ছেলে।

কসবা থানার ওসি আব্দুল কাদের বলেন, ‘স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছিল। কীভাবে শিশুটির মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’

সিলেট : সিলেটে আবাসিক হোটেল থেকে বাবুলি মিয়া নামে এক ফার্মেসির কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী হোটেল শিরিনের ১৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাবুল মিয়া ওসমানীনগর উপজেলার মাটিহানি গ্রামের মৃত ইছাক আলীর ছেলে। তিনি ওসমানী হাসপাতালের নিকটবর্তী জাউয়া ফার্মেসিতে কাজ করতেন। গতকাল সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা