মেহেরপুর জেলা বিএনপি
মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৫ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২০ পিএম
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে শহরের কাথুলী সড়কে এ সমাবেশের আয়োজন করা হয়।
পরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাথলি সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
তিনি বলেন, ‘আমরা মেহেরপুরে জাতীয়তাবাদী শ্রমিক মূল্যবোধের শক্তি। আমরা মেহেরপুরের রাজপথে দাপিয়ে বেড়িয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে। ১৫ বছর জেল-জুলুম-হত্যাকে স্বীকার করে নিয়েছি। পার্টির নির্দেশে তারেক রহমানের নির্দেশে মেহেরপুরের বিএনপির সংগ্রামী কাফেলা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সংগ্রামী মানুষ কখনও পরাজিত হয় না। পরাজিত হয় তারা, যারা দালাল, সুবিধাবাদী।’
তিনি আরও বলেন, ‘মাসুদ অরুণের সৈনিকরা, বিএনপির সৈনিকরা পদ-পদবির লোভ করে না।’ এ সময় তিনি মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবি জানান। যারা গত ১৫ বছর জেল-জুলুমের শিকার হয়েছে, সেইসব নেতাকে অগ্রাধিকার দিয়ে কমিটি গঠন করতে হবে।
অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ।
মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানকে উদ্দেশ করে বলেন, ‘আপনি যে সদস্য সচিব এই পদটির মূল্য কি আপনি বোঝেন? আপনি যেই বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেন রাজনীতিতে আপনার বিন্দুমাত্র জ্ঞান নেই। প্রয়োজনে মাসুদ অরুণের একজন ছাত্রের কাছে ট্রেনিং নিয়ে মঞ্চে উঠবেন।’
জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও কামরুল হাসানকে সদস্য সচিব করে বিএনপির মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটির সদস্য সচিব কামরুল হাসান বলেন, ‘এর আগে মেহেরপুরে সাত সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিই পূর্ণাঙ্গ দেওয়া হলো। যারা পরিচ্ছন্ন নেতাকর্মী তারাই এই কমিটিতে এসেছে। আশা করি, এই কমিটির কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, খালবিল দখলসহ কোনো অনৈতিক কার্যক্রমে যুক্ত থাকবে না।’ এ ছাড়া আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের মোবাইল ফোনে কল দিলে ‘ব্যস্ত আছি’ বলে কেটে দেন।