× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়ায় দ্বিতীয় দফায় চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০২ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম

কুষ্টিয়ায় দ্বিতীয় দফায় চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

স্থায়ী চিমনি স্থাপন না করে ইটভাটা চালাবেন নাÑ এমন মুচলেকা দেওয়ার এক দিন পরেই ফের নিষিদ্ধ ড্রাম চিমনি ইটভাটা চালু করেছিলেন চার মালিক। তবে সে প্রচেষ্টায় আবারও জল ঢেলে দিয়েছে স্থানীয় প্রশাসন।

রবিবার (২ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ওই চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে। 

রবিবার বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস, সাগর ব্রিকস এবং হাঁসদিয়ার এমএকে-১ ও চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম অভিযান পরিচালনা করেন। সহযোগিতা করেন কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাসসহ পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভাটা পরিচালনা করবেন নাÑ এই মর্মে মুচলেকা দেওয়ার পরও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটামালিকদের ৮০ হাজার করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে গত ৮ জানুয়ারি বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে ওই চার ভাটামালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ড্রাম চিমনিও ভেঙে দেওয়া হয়। ভবিষ্যতে স্থায়ী চিমনি ও বৈধ কাগজপত্র ছাড়া ভাটা পরিচালনা করবে না মর্মে মুচলেকাও দেন ভাটামালিকরা। কিন্তু পরদিন ৯ জানুয়ারি ফের ভাটার কার্যক্রম শুরু করেন মালিকরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় উপজেলা প্রশাসন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় উপজেলা প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা