ভুবন সেন, খানসামা (দিনাজপুর)
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৮ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৩ পিএম
সরস্বতী পূজা ঘিরে চলছে প্রতিমা গড়ার প্রস্তুতি। সোমবার (৩ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খানসামা উপজেলার মৃৎশিল্পীরা। কাঁদামাটি, বাঁশ ও খড় দিয়ে সরস্বতী প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে।
শনিবার দুপুরে সরেজমিন উপজেলার পাকেরহাট ধানহাটি রোড ও হাসপাতাল রোড এলাকায় গিয়ে দেখা যায়, শিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত। তাদের সুনিপুণ হাতে তৈরি হচ্ছে বিভিন্ন আকারের প্রতিমা। পছন্দ অনুযায়ী প্রতিমা পেতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। সেই সঙ্গে খানসামা সেনপাড়া, পাকেরহাট আদর্শ গ্রাম ও কাচিনীয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে প্রতিমা।
মৃৎশিল্পী ও সনাতন ধর্মাবলম্বী ছাত্রদের সাথে কথা বলে জানা যায়, সনাতন ধর্মমতে বিদ্যার দেবী সরস্বতী। সনাতন শিক্ষার্থীরা আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকামতে মাঘের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকে। এ সময় বাড়িতে বাড়িতে নির্মাণ করা অস্থায়ী মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা উদযাপনে শিক্ষার্থীদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে। তবে সরঞ্জামের মূল্য বেড়ে যাওয়ায় প্রতিমার দামও বেড়েছে।
পাকেরহাট ধানহাটি রোডের কারিগর ও বিক্রেতা ধর্মদেব রায় বলেন, প্রতিমা তৈরির জিনিসপত্রের দাম বেশি। তাই প্রতিমার দামও কিছুটা বেড়েছে। আকারভেদে ১ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত প্রতিটি প্রতিমা বিক্রি করা হচ্ছে। দ্রব্যের দাম বেশি হওয়ায় প্রতিমা তৈরি ও বিক্রি করে লাভ এখন কম হয়। তবু এ কাজের প্রতি আগ্রহ থেকে আমরা প্রতিমা তৈরি ও বিক্রি করছি।
পাকেরহাট হাসপাতাল রোডের প্রতিমা কারিগর নরেশ রায় বলেন, প্রায় ২০ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত। জিনিসপত্রের দাম বেশি হওয়ায় লাভ কম। তবু ঐতিহ্য টিকিয়ে রাখতে বিভিন্ন পূজায় প্রতিমা তৈরির কাজ করে নিজের চলার মতো উপার্জন হয়। তবে এ বছর আগের তুলনায় প্রতিমার চাহিদা কম বলে জানান তিনি।
প্রতিমা অর্ডার দিতে আসা প্রশান্ত রায় দীপ্ত নামের এক শিক্ষার্থী বলেন, প্রতিবছরে মতো এবারও সরস্বতী পূজা উদযাপন করব। তাই পছন্দের প্রতিমা অর্ডার দিতে এসেছি। তবে এবার দাম একটু বেশি। তবু বিদ্যার দেবীর পূজা-অর্চনা করতে স্কুল ও বাসায় স্বল্প পরিসরে আয়োজনের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করতে সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। আশা করি, সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হবে।