× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়িতে আধিপত্য বিস্তারে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১২ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩ পিএম

নিহত মো. শহীদকে (৩২)। ছবি : সংগৃহীত

নিহত মো. শহীদকে (৩২)। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে আধিপত্য বিস্তারে বিএনপির কর্মী মো. শহীদকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চন্দনা নামের এক নারী আহত হন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া সেলিমের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া শহীদ কুমিল্লা জেলার সাইফুল ইসলামের ছেলে। ফটিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাস ফিল্ড সংলগ্ন কালাপানি এলাকায় তার শ্বশুরবাড়ি। তিনি উপজেলা বিএনপি নেতা মো. সরোয়ার আলমগীরের অনুসারী ছিলেন। রাজনৈতিক কোন্দলে এ হত্যাকাণ্ড বলে জানান এলাকাবাসী।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড।

স্থানীয় লোকজন জানান, উপজেলা বিএনপির নেতা মো. সরোয়ার আলমগীর ও আজিম উল্লাহ বাহার চৌধুরীর অনুসারিদের দুই গ্রুপের আধিপত্য দীর্ঘদিন ধরে। বিষয়টিকে কেন্দ্র করে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এলাকায় বালুর মহাল দখল, দখল, চুরি-চামারী ও বিভিন্ন অপকর্মে দুই গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলে। সেখানে শহীদের প্রত্যক্ষ-পরোক্ষ হাত ছিল। ফলে দুই পক্ষই নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেন।

দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, শহীদ বেতুয়া এলাকায় অবস্থান নিলে বিক্ষুদ্ধ লোকজন লাঠিসোঁটা নিয়ে তার ওপর চড়াও এবং মারধর করেন। আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়। পরে হামলাকারীরা পালিয়ে যান। শহীদ বিএনপির একজন সমর্থক মাত্র। ফলে বিষয়টি দলীয় নয়, ব্যক্তিগত।

দাঁতমারা ইউনিয়ন বিএনপির নেতা মো. একরামুল হক বলেন, ‘শহীদ সরোয়ার আলমগীর ভাইয়ের অনুসারী ছিলেন। প্রতিপক্ষের স্থানীয় নেতা আহমদ সাফার নেতৃত্বে সায়েদ, রফিক, সোহেল, রুবেলসহ ২০-৩০ জন তাকে রড় ও লাঠি-শোটা দিয়ে পিটিয়ে হত্যা করেছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়া দরকার।’

এ ব্যাপারে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় স্থানীয় বিএনপির গ্রুপিং বিষয়টি জড়িত থাকতে পারে। আমরা বিস্তারিত খবর নিচ্ছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা