× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষক সুনীল হত্যা : ২৯ বছর পর ৩ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৬:৫১ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১৭:৩৯ পিএম

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় কৃষক সুনীল কুমারকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা। ছবি : প্রবা

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় কৃষক সুনীল কুমারকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা। ছবি : প্রবা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কৃষক সুনীল কুমার দাসকে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে ২২ জনকে।

একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাদের আরও ছয় মাস কারাগারে থাকতে হবে। 

জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী বৃহস্পতিবার দুপুরে (১ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিত আসামিরা হলেন, আলমডাঙ্গার রায়লক্ষিপুর গ্রামের সুলতান হোসেন, লিয়াকত আলী ও শওকত আলী। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াসউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাতে তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর রাতে ১৫-১৬ জন ব্যক্তি সুনীলদের বাড়িতে যায়। এক পর্যায়ে সুনীলকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পরদিন নিহতের ভাই অনিল কুমার অজ্ঞাতপরিচয় আসামিদের নামে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন আলমডাঙ্গা থানার ইন্সপেক্টর মতিউর রহমান পিপিএম ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলাটির চার্জশিট দাখিল করেন।

চার্জশিটের ২৫ জন আসামির মধ্যে এরইমধ্যে ৪ জন মৃত্যুবরণ করেছেন। পলাতক রয়েছে ১৩ জন। দীর্ঘ ২৯ বছর পর ১০ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ২২ জনকে খালাস দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা