× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনহিতকর পুকুর বেদখলের চেষ্টা

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৮ পিএম

জনহিতকর পুকুর বেদখলের চেষ্টা

ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় রয়েছে বিশাল আকৃতির একটি পুকুর। দীর্ঘকাল ধরে সর্বস্তরের মানুষ পুকুরটিতে গোসল ছাড়াও নানা কাজে পানি ব্যবহার করে আসছে। পুকুরটি ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা এটিকে ‘বড়পুকুর’ বলে ডেকে থাকে। কিন্তু এটি বেদখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

পুকুরটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আমিরুল ইসলাম পলাশ। তিনি পুকুর কমিটির সাধারণ সম্পাদক, দানবীর ছবদু মিয়ার নাতি। শুক্রবার (৩১ জানুয়ারি) আমিরুল ইসলাম নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি  বলেন, বোয়ালমারীর কৃতিসন্তান ও দানবীর ছবদু মিয়া এলাকাবাসীর পানির সুব্যবস্থার জন্য ১৯৪১ সালে পুকুরটি খনন করেন। তখন থেকেই এর পানি এলাকাবাসী ব্যবহার করে আসছে। স্থানীয় গণ্যমান্যদের নিয়ে একটি কমিটির মাধ্যমে পুকুরটি পরিচালনা করা হয়। এতে মাছ চাষ করে তার আয় জনহিতকর কাজে ব্যবহার করা হয়। সাম্প্রতিককালে পুকুরটি বেদখলের চেষ্টা করে একটি মহল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জোর করে পুকুরটির মাছ মারা হয়। এ কাজ করেন স্থানীয় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শেখ আতিকুল আলী। 

এ ছাড়া তিনি পুকুরের জায়গার বেশ কিছু গাছ কেটে নিয়েছেন। পুকুর কমিটি বাধা দিলে আতিকুল তাদের প্রাণনাশের হুমকি দেন। সর্বজনীন পুকুরটিকে ক্ষমতার দাপট দেখিয়ে বেদখলে নিতে চেষ্টা করছে আতিকুল চক্র। 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে স্থানীয়রা পুকুরটি ব্যবহার করে এলেও বর্তমানে তাদের পুকুরে নামতে বাধা দেওয়া হচ্ছে। এ নিয়ে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন থেকে সর্বজনীন বড় পুকুরটি যাতে কোনো স্বার্থান্বেষী মহল দখল করতে না পারে, তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করা হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তারা বড় পুকুরের পানি নানা কাজে ব্যবহার করে আসছে। বাধার কারণে কয়েক মাস তারা পুকুরে নামতে পারেনি। নাম প্রকাশ না করার শর্তে প্রবীণ এক রাজনীতিবিদ বলেন, ‘বোয়ালমারীর ঐতিহ্যবাহী বড় পুকুরটি দখলে নিতে একটি মহল রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এটি বেদখলের চেষ্টা করছে। আমরা চাই বিগত দিনে পুকুরটি যেভাবে কমিটির মাধ্যমে পরিচালিত হয়েছে, বর্তমানেও সেভাবেই হোক।’

অভিযোগের বিষয়ে পৌর বিএনপির সাবেক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর শেখ আতিকুল আলীর সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাতে সাড়া দেননি তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা