× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলশিক্ষিকার বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫১ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৮ পিএম

স্কুলশিক্ষিকার বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

গাজীপুরের শ্রীপুরে স্কুলশিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। তবে থানার ওসি বলছেন ডাকাতি নয়, চুরি। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নেয়।

শনিবার (ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা (বাবুবাজার) গ্রামের শিক্ষিকা শাম্মী আক্তারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। শাম্মী আক্তার একই গ্রামের রাজিব হাসান খান শাওনের স্ত্রী এবং স্থানীয় বারোতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা। 

ডাকাতির শিকার শিক্ষকা জানান, রাত ৩টার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত গেটের তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে। হাফ প্যান্ট পরা ডাকাত সদস্যদের কারও মুখোশ পরা এবং কারও মুখে কালি লাগানো ছিল। ডাকাতরা গৃহকর্তা শাওনকে হাত-পা বেঁধে মাথার ওপর রামদা ধরে গ্রহকর্তার স্ত্রী শিক্ষিকা শাম্মী আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতরা ওই দম্পতির স্কুলপড়ুয়া দুই ছেলে সারাজ ও সাফিককেও অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা ঘরের ওয়ারড্রব ও আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, তিনটি স্বর্ণের চেইন, কানের দুল, দুটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়। যাওয়ার সময় ডাকাতরা কাউকে কোনো কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায়।

শ্রীপুরের মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ‘খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি। পরিদর্শনের পর বিস্তারিত বলা যাবে।’ শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, ‘চুরির ঘটনা এটি।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা