কক্সবাজার অফিস
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫২ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১ পিএম
কক্সবাজার শহরে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পূর্বপরিকল্পিতভাবে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাঙচুর করে জনমনে ত্রাস সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করার অপরাধে মামলাটিতে ৪৭ জনকে আসামি করা হয়েছে। সকলেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এর আগে গত ৩০ জানুয়ারি রাতে ছাত্রলীগ ঝটিকা মিছিলটি বের করে।
গত শুক্রবার রাতে কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই সঙ্গে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আদালতে পাঠানো ব্যক্তিরা হলেনÑ কক্সবাজার শহরের পেশকারপাড়ার রুহুল কাদের, পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি শফিউল আলম লাকি, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাঈদ মোহাম্মদ তানিম, সমিতিপাড়ার মো. আজিজ, উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সিকদার, মহেশখালী উপজেলার বড় মহেশখালীর আবদুল্লাহ আল নোমান, শহরের কুতুবদয়াপাড়ার আবদুল জব্বার।
কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
সদর থানার এসআই মো. জাকির হোসাইনের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, ৩০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাহারছড়াস্থ আবহাওয়া অফিসের সম্মুখ সড়কে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের উশৃঙ্খল নেতাকর্মী ও সমর্থকরা অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে। এ সময় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টিতে সড়কে যানবাহনের গতিরোধপূর্বক ভাঙচুর করা হয়।