× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজির অভিযোগে কৃষক লীগ নেতাকে বেঁধে পুলিশে সোপর্দ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯ পিএম

চাঁদাবাজির অভিযোগে কৃষক লীগ নেতাকে বেঁধে পুলিশে সোপর্দ

নাটোরের বড়াইগ্রামে চাঁদাবাজির অভিযোগে উপজেলা কৃষক লীগের নেতা রবিউল করিম পিন্টুকে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে একটি হাঁসুয়া ও পেট্রোলভর্তি তিনটি কাচের বোতল উদ্ধার করা হয়। 

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মৌখাড়া বাজারে তাকে বাজার শেডের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয় এবং এ সময় তার হাতে লম্বা হাঁসুয়া ও সামনে পেট্রোলভর্তি তিনটি বোতল দৃশ্যমান ছিল। 

স্থানীয়রা জানায়, মৌখাড়ার পাশে একটি নির্মাণাধীন সেতুতে গিয়ে চাঁদা দাবি করে কৃষক লীগের নেতা রবিউল করিম পিন্টু। পরে স্থানীয়রা ধরে এনে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দিয়ে তাকে হস্তান্তর করা হয়। 

উপজেলা কৃষক লীগের সভাপতি রুবেল বালী জানান, রবিউল করিম পিন্টু উপজেলা কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক। তার বাড়ি উপজেলার মাঝগাঁও আগ্রান এলাকায়। তাকে অবৈধভাবে হেনস্থা করা হয়েছে।

বড়াইগ্রাম পৌর ছাত্রদল নেতা আজাদুল ইসলাম জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের একটি নির্মাণাধীন সেতুতে কর্মরত শ্রমিকদের কাছে চাঁদা দাবি করায় এবং পাশে একটি ভেকু পুড়িয়ে দেওয়ার মতো নাশকতা চালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা রবিউল করিম পিন্টুকে আটক করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার কাছ থেকে পাওয়া ৪৫ ইঞ্চি লম্বা একটি হাঁসুয়া ও পেট্রোলভর্তি তিনটি কাচের বোতলসহ তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, রবিউল করিম পিন্টুকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা