মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১ ফেরুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা এবং তার বোন সুমি বেগম।
আহতরা হলেন- নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম এবং সিয়াম খান।
স্থানীয়রা জানান, শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও বাসটি থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।