জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৮ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৮ পিএম
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি ও মাঠের বেড়া ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট-পাঁচুরমোড়ে জেলার খেলোয়ার ও ক্রীড়া সংগঠকদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী ধরে চলা ওই মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, অবসরপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, ক্রীড়া সংগঠক আসিফ শাহরিয়ার, সামশ মতিন, নারী ফুটবলার রিতু আকতারসহ অন্যরা।
বক্তারা বলেন, নারীরা খেলতে চায়। তাদের খেলা বন্ধ করা ঠিক না। অবিলম্বে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সেই সাথে খেলার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সেই সাথে তিলকপুরে বন্ধ ম্যাচ চালুর দাবি জানান তারা।
জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাবের সাংগঠনিক সম্পাদক কানাই চন্দ্র দাস বলেন, ‘জয়পুরহাট মহিলা টিমের একটি ফুটবল খেলাছিল তিলকপুরে। সেটা কীভাবে বন্ধ হয়েছে, তা আপনারা দেখেছেন। আমাদের দাবি মেয়েরা যেন স্বাধীনভাবে খেলতে পারে। মেয়েরাও খেলতে চায়, তাদের যেন এই স্বাধীনতা দেওয়া হয়।
এ সময় বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, তিলকপুরে মহিলাদের এক ফুটবল খেলার কথা ছিল। কিন্তু একটি রাজনৈতিক দলে নেতৃত্বে কিছু মানুষ সেদিন সমাবেশ করে ঘোষণা দিল যে মহিলা ফুটবল খেলা করতে দেওয়া হবে না, এটি অবৈধ। যারা এ কথাগুলো বলেছেন- তার ভিডিও আছে। যদি ধরেই নেই এটি সত্য তাহলে রাষ্ট্রকে বলতে হবে নারীদের খেলা অবৈধ অথবা নিষিদ্ধ। আর যদি রাষ্ট্র বলে নারীদের খেলা নিষিদ্ধ নয়, তাহলে সেদিন এই কথাগুলো যারা বলেছিলেন তারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রের মান সম্মান নষ্ট করেছে, সংবিধানকে অসম্মান করেছে। আমি মনে করি এটি দেহদ্রোহী, রাষ্ট্রদ্রোহীতার সামিল।
তিনি আরও বলেন, প্রশাসন নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশ তথা জয়পুরহাটের নারীদের খেলার নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করবেন। নইলে প্রশাসনের দিকেও আঙ্গুল উঠবে তারা পক্ষপাত কি-না। প্রশাসনকে প্রমাণ করতে হবে তাদের নিরেপেক্ষতা দিয়ে।
আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন। ওই মাঠে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখানে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।